আজগর হোসেন ছাব্বির, দাকোপ (খুলনা): বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এতদিন আমরা যে শাসন দেখেছি সেটা কোন শাসন ছিল না। সেটা ছিল শাসনের নামে শোষণ। এখন সুযোগ এসেছে এই শোষণ থেকে মুক্তি পাওয়ার।
মঙ্গলবার বেলা ১১ টায় খুলনার দাকোপে স্থানীয় চালনা বিল্লালিয়া আলিম মাদরাসা মাঠে এক সংক্ষিপ্ত পথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গত ১৯ জুলাই দলের কেন্দ্রীয় সমাবেশে যাওয়ার পথে জামায়াতের দাকোপ উপজেলা আমির মাওলানা আবু সাঈদ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। সে উপলক্ষ্যে দলের কেন্দ্রীয় আমির ও সেক্রেটারী জেনারেল মঙ্গলবার সকালে হেলিকপ্টার যোগে দাকোপে আসেন। আমিরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ দাকোপে এসে প্রথমে শহিদ মাওলানা আবু সাঈদের কবর জিয়ারত করেন। এরপর তিনি শহিদ আবু সাঈদের পরিবারের সাথে সাক্ষাত করে তাদের সমবেদনা জানান। এরপর উপজেলা জামায়াত আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় ডা. শফিকুর রহমান আরো বলেন, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন সফল করতে গিয়ে মাওলানা আবু সাঈদ শহিদ হয়েছেন। আমরা ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন এগিয়ে নিয়ে কুরআনের শাসন ব্যবস্থা কায়েম করবো ইনশাল্লাহ। তিনি ঢাকায় বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নিহত এবং আহতদের প্রকৃত সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পথসভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারী সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দাকোপ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আকতারুজ্জামানের সভাপতিত্বে এবং সেক্রেটারী অধ্যাপক ওয়াহিদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত পথ সভায় বক্তৃতা করেন কেন্দ্রীয় জামায়াতনেতা মুহা. আ. খালেক, মাওলানা আবুল কালাম আজাদ, অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, খুলনা জেলা আমির মাওলানা ইমরান হোসাইন, মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম, খুলনা জেলা নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, জেলা সেক্রেটারী মুন্সি মিজানুর রহমান, সহ সেক্রেটারী অ্যাড. মোস্তাফিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম, অধ্যাপক আঃ রব, খুলনা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা শেখ আবু ইউসুফ, বিল্লালিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অজিহুর রহমান, পাইকগাছা উপজেলা আমির মাওলানা আবু সাঈদ, কয়রা উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান, বাগেরহাট-৩ আসনের দলীয় প্রার্থী অ্যাড. আ. ওয়াদুদ, হরিনটানা থানা আমির এস এম আঃ গফুরসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পথসভায় খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মি যোগদান করায় সেটি জনসভায় রুপ নেয়। পথ সভা শেষে নেতৃবৃন্দ হেলিকপ্টার যোগে পাবনার উদ্দেশ্যে দাকোপ ত্যাগ করেন।