নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি)র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে যশোর শহরের ব্যাপ্টিস্ট চার্জে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি কবি ও গবেষক, যশোর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. সবুজ শামীম আহসান।
অনুষ্ঠানে জানানো হয়, বিদ্রোহী সাহিত্য পরিষদের (বিএসপি) সদস্য ২১ কবি চিরতরে চলে গেছেন। তাদের প্রত্যেকের স্মরণে একটি করে বৃক্ষরোপণ করা হবে। বিএসপির সদস্য কবি বিনীত কুমার বিশ্বাস আজকের দিনে (২৩ জুলাই) ২০০৯ সালে মৃত্যুবরণ করেন। তার স্মরণে যশোর ব্যাপ্টিস্ট চার্জে বৃক্ষরোপণ করা হলো। চলতি বছরে ২১ কবির মৃত্যুবার্ষিকীতে ধারাবাহিকভাবে এ বৃক্ষরোপণ করা হবে।
বিএসপির সহসভাপতি কবি আমির হোসেন মিলনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্নার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সাবেক সভাপতি এডিএম রতন, সহসভাপতি নূরজাহান আরা নীতি, অরুণ বর্মন, কবি পুত্র ডা. অরুপ কুমার বিশ্বাস, কাজী নূর, শামসুজ্জামান স্বজন, সানজিদা ফেরদৌস, শরীফ হোসেন ধীমান,আমিনুর রহমান প্রমুখ।