Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আজ দীপাবলি উৎসব ও শ্রীশ্রী শ্যামা পূজা

এখন সময়: সোমবার, ২০ অক্টোবর , ২০২৫, ১২:২৮:৩১ এম

নিজস্ব  প্রতিবেদক: আজ দীপাবলি উৎসব ও শ্রীশ্রী শ্যামাপূজা (কালী পূজা)। অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির আনয়নে ভক্তবৃন্দ এ মহাশক্তির বন্দনা করেন। ভক্তদের বিশ্বাস মহাশক্তির বন্দনায় সকল অশুভ শক্তির বিনাশ হয়ে অন্ধকার থেকে আলোর পথ সুগম হয়।

শাস্ত্রীয় মতে কার্তিক মাসের ভূত-চতুর্দশীর পর অমাবস্যার পূর্ণতিথিতে গভীর রাতে উৎসাহ উদ্দীপনায় ধর্মীয় আচারানুষ্ঠানে সারা দেশের সাথে যশোরেও অনুষ্ঠিত হবে মহাশক্তির বন্দনা। পঞ্জিকা মতে আজ (সোমবার) দুপুর ৩টা ২৮ মিনিটে অমাবস্যা শুরু হবে। অমাবস্যা থাকবে মঙ্গলবার বিকেল ৪টা ৫৬ মিনিট পর্যন্ত।

পুরাণ মতে কালী দেবী দুর্গারই একটি শক্তি। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালী পূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়ের মধ্যেই রয়েছে কালীপূজার মাহাত্ম্য। কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা, আদ্য মা, তারা মা, চামুণ্ডি, ভদ্রকালী, দেবী মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত।

কালী পূজার দিন সন্ধ্যায় সনাতন ধর্মবিশ্বাসীরা তাদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বালন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের স্মরণ করেন। এটিকে বলা হয় দীপাবলি।

দুর্গাপূজার মতো কালীপূজাতেও গৃহে বা মণ্ডপে মৃন্ময়ী প্রতিমা নির্মাণ করে পূজা করা হয়। মন্দিরে বা গৃহে প্রতিষ্ঠিত প্রস্তরময়ী বা ধাতু প্রতিমাতেও কালীপূজা করা হয়। মধ্যরাত্রে তান্ত্রিক পদ্ধতিতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজা অনুষ্ঠিত হয়।

তবে গৃহস্থ বাড়িতে সাধারণত অতান্ত্রিক ব্রাহ্মণ্য-মতে আদ্যাশক্তি কালীর রূপে কালীর পূজা অনুষ্ঠিত হয়। লোকবিশ্বাস অনুযায়ী, কালী শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী। এই কারণে বিভিন্ন অঞ্চলে শ্মশানে মহাধুমধামসহ শ্মশানকালী পূজা অনুষ্ঠিত হয়।

এদিকে সার্বজনীন ও ব্যক্তি উদ্যোগে বিভিন্ন বাসা-বাড়ি ছাড়াও যশোর শহরে শতাধিক দৃষ্টিনন্দন পূজা মন্দির ও মণ্ডপে এবার পূজা উদযাপন হচ্ছে। অমাবস্যা শুরুর আগেই প্রতিটা পূজা মন্দির-মণ্ডপে শ্রীশ্রী শামা বিগ্রহ প্রতিষ্ঠা করা হবে। বিগ্রহ স্থাপনের পর আনুষঙ্গিক সকল প্রস্তুতি সম্পন্নের পর বিকেল ৩টা ২৮ মিনিটের পর থেকে পূজা অনুষ্ঠিত হবে। পূজা সম্পন্ন শেষে মঙ্গলবার সকালে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হবে। এদিন একইসাথে অনুষ্ঠিত হবে শ্রীশ্রী অলক্ষ্মীপূজা।

যশোরে দীপাবলি উৎসব আয়োজনের ঐতিহ্যের ধারাবাহিকতায় উৎসবমুখর পরিবেশে পূজার আয়োজকরা এবারো ব্যতিক্রমী সব আয়োজন করেছে। শ্রীশ্রী শ্যামাপূজায় প্রতিমা নির্মাণ শৈলী, সদৃশ অস্থায়ী সুদৃশ্য মণ্ডপ, সুদৃশ্য তোরণ নির্মাণ ও আলোকসজ্জায় এক নতুন মাত্রা এসেছে এবারো।

যশোর পৌর এলাকায় এবারও শতাধিক মন্দির ও মণ্ডপে দীপাবলি উৎসব ও শ্রীশ্রী শ্যামাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এদের মধ্যে রামকৃষ্ণ আশ্রম ও মিশন, নীলগঞ্জ মহা-শশ্মান মন্দির, সিদ্ধেশ্বরী কালী মন্দির, বেজপাড়া পূজা সমিতি মন্দির, পুরোনো কালীবাড়ী মন্দির, মাড়ুয়া মন্দির, বেজপাড়া টিবি ক্লিনিক সার্বজনীন পূজা কমিটি, শ্রীধর পুকুরপাড় মণ্ডপ, সুধীর ঘোষের কাঠগোলাস্থ মন্দির, গয়ারাম রোডের মন্দির-মণ্ডপ, নিউ বেজপাড়া পূজা মণ্ডপ, বেজপাড়া বয়েজ ক্লাব মণ্ডপ, বাগমারা পাড়া পূজা মণ্ডপ, ষষ্টিতলাপাড়া পূজা মন্দির, নীলগঞ্জ সাহাপাড়া মন্দির, ভেকুটিয়া সার্বজনীন কালীমন্দির উল্লেখযোগ্য।

এদিকে দীপাবলি উৎসব ও শ্যামাপূজা (কালীপূজা) উপলক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে পুলিশ প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এদিকে শ্যামাপূজা উপলক্ষ্যে মন্দির-মণ্ডপে আয়োজন হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানমালার।

যশোর পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন বলেন, শ্রীশ্রী শ্যামাপূজা অসুরের বিরুদ্ধে সুর শক্তির লড়াই ও জয়লাভের চেতনার ওপর প্রতিষ্ঠিত। এ উপলক্ষ্যে আজ সন্ধ্যায় পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে যশোরের লালদিঘিতে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সহস্রাধিক প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে হবে আলোক উৎসব।

এছাড়া  সন্ধ্যায় সনাতন বিদ্যার্থী সংসদ সরকারি মাইকেল মধুসূদন কলেজ শাখার উদ্যোগে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও আলোক উৎসব হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)