কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জের বসন্তপুরে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে অপরাধ প্রতিরোধ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে চোরাচালান ও পাচারবিরোধী সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৪টায় নীলডুমুর ব্যাটালিয়ন এর অধীনস্ত বসন্তপুর বিওপির আয়োজনে ১৭ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ শাহারিয়ার রাজীব (পিএসসি, সিগন্যালস্) এর দিক নির্দেশনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, নীলডুমুর ব্যাটালিয়ন অধীনে শ্যামনগর, দেবহাটা ও কালিগঞ্জ উপজেলার সীমান্ত এলাকাসমূহে স্বর্ণ ও মাদক চোরাচালান, নারী ও শিশু পাচারসহ অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত ও পরিকল্পিত তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়াও বিজিবির ঊর্ধ্বতন দপ্তরের নির্দেশনা মোতাবেক নিয়মিত টহল, চেকপোস্ট তল্লাশি, মোবাইল ও ব্লক রেইড পরিচালনা, গোয়েন্দা তথ্যভিত্তিক বিশেষ অভিযান পরিচালনা, সীমান্তে অপরাধ সংগঠনের আশঙ্কাজনক এলাকাগুলোতে নজরদারি ও উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে।