শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে বেসরকারি মালিকানাধীন ওয়ালটন প্লাজার আয়োজনে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ মাগরিব শ্রীপুর ওয়ালটন প্লাজার শাখা কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শ্রীপুর ওয়ালটন প্লাজার ম্যানেজার ইব্রাহীম খলিল।
রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে ওয়ালটন প্লাজা এ কর্মসূচি পালন করে। দোয়া মাহফিলে ওয়ালটন প্লাজার শ্রীপুর শাখার সকল কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।