Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুর সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের ইন্তেকাল

এখন সময়: শনিবার, ৩০ আগস্ট , ২০২৫, ১১:২৫:৩৬ পিএম

 

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অর্থনীতি বিভাগের প্রধান আজিজুর রহমান বৃহস্পতিবার সকালে কেশবপুর নিজের বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহ...রজিউন)। তার বয়স হয়েছিল ৭৯ বছর। মৃত্যু কালে তিনি দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর পেয়ে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ, শত-শত শিক্ষানুরাগী ছাত্রছাত্রীবৃন্দ তার বাসায় ভীড় করেন। আজিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার কর্মজীবনের সাথী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মুক্তার আলী, নায়েবে আমির মাওলানা রেজাউল ইসলাম, সাবেক আমির মাওলানা আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আবুল হোসেন আজাদ, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, জামায়াতের পৌর আমির অধ্যাপক জাকির হোসেন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহীদ, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আলাউদ্দিন আলা, দৈনিক স্পন্দন পত্রিকার কেশবপুর প্রতিনিধি সিরাজুল ইসলাম, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, কেশবপুর হাসপাতাল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবুল কালাম, সাবেক বাগেরহাটের সিভিল সার্জন ডা. জি কে শামসুজ্জামান। বিবৃতিতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বৃহস্পতিবার আসরবাদ হাসপাতাল মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে উপজেলার পাত্রপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)