শরণখোলা ( বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় প্রাথমিক প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কিন্ডার গার্টেন এর শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা বন্ধ ছিল। ২০২৫ সালে আবার চালু করেছে সরকার। কিন্তু সারা বাংলাদেশ যে সকল কিন্ডার গার্টেন ও বেসরকারি স্কুল রয়েছে তাদের এ বৃত্তি পরীক্ষার আওতায় রাখা হয়নি বলে ছাত্রছাত্রী ও শিক্ষকরা জানান। তাই এ বৃত্তি পরীক্ষার আওতায় আনার দাবিতে শরণখোলা উপজেলার চার কিন্ডারগার্টেনর শিক্ষার্থী ও শিক্ষকরা এ মানববন্ধন অংশগ্রহণ করে।