Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ডুমুরিয়ায় বাংলালিংকের টাকা  আত্মসাতে সেলসম্যান গ্রেফতার

এখন সময়: রবিবার, ৩১ আগস্ট , ২০২৫, ১২:৪৫:১৮ পিএম

 

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বাংলালিংক ডিস্ট্রিবিউশন হাউজের পলাতক সেলস ম্যান সাজু আহম্মেদকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে গত ৬ জুন তারিখে কোম্পানির ২ লাখ টাকা রিচার্জ কার্ড এবং ১৫ লাখ টাকার আইটপসহ ডুমুরিয়ায় ডিস্ট্রিবিউশন হাউজ থেকে এক পিয়নের ব্যবহৃত ইয়ামা এফজেড মোটর সাইকেল আত্মসাতের অভিযোগে মামলা হয়।  

জানা যায়, খুলনার ডুমুরিয়া সদরে বাংলালিংক কোম্পানী প্রদত্ত একে এন্টারপ্রাইজে সেলস ম্যান পদে সদ্য চাকরিতে যোগ দেয় সাজু আহম্মেদ (২৫)। সে সাতক্ষীরা জেলার দেবহাটা থানার দক্ষিন সখিপুর গ্রামের রনি আহম্মেদের ছেলে। গত ৪ জুন বাংলালিংক অফিসের ডুমুরিয়া পয়েন্ট থেকে সে (সাজু) ২লাখ টাকার রিচার্জ কার্ড, ১৫ লাখ টাকার আইটপসহ অফিস পিওন মোঃ নাইমের ব্যবহৃত ইয়ামা এফজেড মোটর সাইকেল নিয়ে পালিয়ে আত্মগোপনে ছিলো। এঘটনায় ৫ জুন তারিখে অফিসের হিসাব রক্ষক মোঃ মাহমুদুল হাসান বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শ্রীনিবাস মিস্ত্রী জানান, সাজু আহম্মেদকে চট্টগ্রামের হাটহাজারী এলাকা থেকে আটক করা হয়েছে। পরে তার স্বীকারোক্তিনুযায়ী ওই এলাকা থেকে এফজেড মোটর সাইকেলটি (খুলনা-ল-১২-৪৪১৯) উদ্ধার করা হয়। এর আগে সাজু আহম্মেদ সাভারে গ্রামীণ ডিস্ট্রিউবিশন হাউজের সেলসম্যান ছিলো। সেখান থেকেও একই পদ্ধতিতে স্ক্র্যাচ কার্ডসহ ৫/৬ লাখ টাকার ফ্লেক্সিলোড নিয়ে পালানোর ঘটনায় তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা হয়। বৃহস্পতিবার (২৪ জুলাই) সাজু আহম্মেদকে আদালতে তুলে ৭ দিনের রিমান্ড চান মামলার তদন্তকারী কর্মকর্তা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)