কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় বিদ্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
শতবর্ষ উদযাপন উপলক্ষে গঠিত এডহক কমিটির সদস্য সচিব ও প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম মোড়লের সভাপতিত্বে পরামর্শ সভায় প্রধান অতিথি ছিলেন, ম্যানেজিং কমিটির এডহক কমিটির সভাপতি শেখ নাজমুল ইসলাম।
প্রভাষক আনিছুর রহমানের সঞ্চালনায় পরামর্শ সভায় বিশেষ অতিথি ছিলেন, কুশলিয়া দারুস সুন্নাত দাখিল মাদরাসার এডহক কমিটির সভাপতি শেখ গিয়াস উদ্দিন।
বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রমেশ চন্দ্র বিশ্বাস, সাবেক প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়, প্রাক্তন শিক্ষার্থী কাজী হুমায়ুন কবির ডাবলু, প্রাক্তন ছাত্র ও সহকারী শিক্ষক কাজী সাইফুল্লাহ, ইমরুল কায়েস নয়ন, অ্যাডভোকেট কাজী শাহনেওয়াজ, কাজী মিজানুর রহমান, বিষ্ণুপুর পিকেএম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাধেশ্যাম বিশ্বাস, শ্রীকলা মহিলা মাদ্রাসার শিক্ষক অনাথ বন্ধু, কাজী ওয়ালিদ মাহমুদ শান্ত, কাজী তৌহিদ হাসান, সিনিয়র শিক্ষক দীপঙ্কর সরদার, কামরুল ইসলাম প্রমুখ।
বক্তারা, ১৯২৬ সালে প্রতিষ্ঠি দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন।