দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দৈনিক স্পন্দনের দেবহাটা উপজেলা প্রতিনিধি, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াছিন আলীর মাতা আছিয়া খাতুনের জানাজা সম্পন্ন অনুষ্ঠিত হয়েছে। রোববার জোহরবাদ ঘোনাপাড়া জামে মসজিদ ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা করেন নাংলা হাইস্কুলের শিক্ষক আব্দুল আজিজ, ছেলে সাংবাদিক ইয়াছিন আলী প্রমুখ। জানাজায় উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন, নাংলা হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক এনামুল হক বাবলু, শিক্ষক শহিদুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, বিএনপি নেতা হারুন-অর রশিদ, বিএনপি নেতা শওকত আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আহছানউল্লাহ ডালিম, শ্রমিকদলের নেতা শফিউদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ইমরান ফরহাদ, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের ক্রীড়া সম্পাদক আবু হাসান, কার্যনির্বাহী সদস্য আবু সাঈদসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে মায়ের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন, সাংবাদিক ও সহকারী অধ্যাপক ইয়াছিন আলী।
উল্লেখ্য. শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নাংলার নিজ বাড়িতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।