Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে অধ্যাপক অসিত মোদকের পরলোকগমন

এখন সময়: শনিবার, ৩০ আগস্ট , ২০২৫, ১১:২৫:৩৫ পিএম

 

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার মোদক পরলোকগমন করেছেন। তিনি  উদীচী কেশবপুরের সভাপতি অনুপম মোদকের পিতা, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, উদীচী কেশবপুরের সাবেক উপদেষ্টা ও সামাজিক ব্যক্তিত্ব ।

শনিবার রাত ১১টা২০ মিনিটে নিজ বাড়িতে পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।  রোববার সকালে তার বাড়ির সামনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় কেশবপুরের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ নেওয়াজ উপস্থিত ছিলেন। পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।   তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে  সরকারের অডিট ডিপার্টমেন্টে খুলনায় চাকরি করেন। ছোট ছেলে যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করেন। তিনি প্রথম আলো কেশবপুর প্রতিনিধি দিলীপ মোদকের কাকা। সোমবার বেলা পাঁচটায় শহরের কুঠিবাড়ি শ্মশানে তার শেষকৃত্য হবে। তাঁর মৃত্যুতে উদীচী পরিবারের পক্ষ থেকে এবং কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)