Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছায় ৩৮ শ্রেষ্ঠ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান

এখন সময়: রবিবার, ৩১ আগস্ট , ২০২৫, ০৯:০১:১২ পিএম

 

চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় পারফরমেন্স বেইসড গ্র্যান্ট ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (চইএঝ) স্কিমের আওতায় মাধ্যমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প (এসইডিপি)-ভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৮ শ্রেষ্ঠ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুর ১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিন জাহান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (কলেজ-২) নওশের আলী।

চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের গবেষণা কর্মকর্তা সহকারী অধ্যাপক ড. গৌতম কুমার রায়, চৌগাছা সরকারি কলেজের অধ্যক্ষ রেজাউর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. বজলুর রশীদ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৮ শ্রেষ্ঠ শিক্ষার্থীরা হলেন, চৌগাছা সরকারি ডিগ্রি কলেজের রাবিব হোসেন, রাহুল বিশ্বাস, মাহফুজা আফরোজ, নাইমুর রেজা লিতুন, শুভ বিশ্বাস ও তারেক রহমান। চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের তৃষ্ণা খাতুন ও মহুয়া নওরীন। তরিকুল ইসলাম পৌর কলেজের আবু সাঈদ ও স্বর্ণজিৎ কুমার হালদার।

এবিসিডি কলেজের লাবনী খাতুন ও মুশফিকা ইয়াসমিন। এস. এম. হাবিবুর রহমান পৌর কলেজের অংকিতা পাল, মৃন্ময় পাল কাব্য, রোকেমা নাহার ও মিম আক্তার। চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এফাজ মাহমুদ, তানভিন তামরিকা তমা, নাসমুস সাদাত মাহমুদ, মুস্তাভির মাহিন, নুসরাত জাহান, শাহেদ আহমেদ ও রামিশা মালিয়া রোদশী। কাঠগড়া মাধ্যমিক বিদ্যালয়ের নয়ন মিয়া ও রিতা খাতুন। পাতিবিলা মাধ্যমিক বিদ্যালয়ের সামি ও খাদিজা খাতুন। ধুলিয়ানী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সৌরভ আহমেদ লিখন ও মিতু খাতুন, হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের আফসানা খাতুন, চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের তাবাসসুম খাতুন,আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ইসরাফিল হোসেন,চৌগাছা কামিল মাদ্রাসার শোয়েব মালিক সাব্বির, শোভা খাতুন, আব্দুল্লাহ আল-মাসুদ, হাসিবুর রহমান ও মুরসালিন আক্তার মিম এবং রঘুনাথপুর দাখিল মাদ্রাসার হুমায়রা তাবাসসুম।

অনুষ্ঠান শেষে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)