কপিলমুনি (খুলনা) প্রতিনিধি : ভারতে যাওয়ার সময় কপিলমুনি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও একই ইউনিয়নের যুবলীগের সভাপতি ইউনুস আলী গ্রেফতার হয়েছেন। শনিবার রাত ৯ টার দিকে ভোমরা স্থল বন্দর পুলিশ ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করে।
পাইকগাছা থানার ওসি তদন্ত ইদ্রিসুর রহমান জানান, রোববার বিকাল ৪টার দিকে মেসেজ পেয়েছি ভোমরা স্থল বন্দর পুলিশ ইমিগ্রেশন থেকে কপিলমুনি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউনুস আলীকে আটক করেছে। পাইকগাছা থানার পুলিশ মেসেজ পেয়ে তাকে থানায় নিয়ে আসে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ইউনুস আলীর নামে একাধিক মামলা রয়েছে।