পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় পূবালী ব্যাংক পিএলসি ২৩৯তম উপশাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে পৌর সদরের উর্মিলা কমপ্লেক্স এর দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে এ ব্যাংকের উদ্বোধন করা হয়। ডুমুরিয়ার চুকনগরে পূবালী ব্যাংকের শাখা প্রধান মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পূবালী ব্যাংকের খুলনা অঞ্চলের উপ মহাব্যবস্থাপক শেখ মো. সামছুদ্দোহা। এ সময় ব্যাংক কর্মাকর্তাসহ রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।