পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় সোমবার সকালে আল মদিনা হোটেলের দ্বিতীয় তলার ২৮ নম্বর কক্ষের বাথরুম থেকে ৬৫ বছর বয়সী শেখ বদিউজ্জামানের ( বদু) লাশ উদ্ধার করেছে পুলিশ।
হোটেলের ম্যানেজার জসিম জানান, বদরুল আলমের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাপুর গ্রামে। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ মোসলেহউদ্দীনের ছেলে। নম্র-ভদ্র বদিউজ্জামান পাইকগাছার পরিচিত মুখ। তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
জানা গেছে, তিনি বিগত ২০১৫ সাল থেকে আল মদিনা হোটেলে ভাড়ায় থাকতেন। হোটেলের দোতলার ২৮ নম্বর কক্ষের ভিতর থেকে সিটকিনি লাগানো অবস্থায় ওয়াশরুমের সামনে তার লাশ পড়ে ছিলো। হোটেলের পরিচ্ছন্নতাকর্মী পরিস্কার করার সময় ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে হোটেল ম্যানেজারকে জানায়। ম্যানেজার দরজা খুলে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে জানান।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ (তদন্ত) জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।