Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে সেনা মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা পেলেন দেড় হাজার রোগী

এখন সময়: রবিবার, ৩১ আগস্ট , ২০২৫, ০৬:২৪:০৮ পিএম

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি: জুলাই পুনর্জাগরণ উপলক্ষে যশোরের অভয়নগরে বেসামরিক দেড় হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেয়া হয়েছে। সোমবার (২৮ জুলাই) ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়ার আয়োজনে উপজেলার সুন্দলী ইউনিয়নের এসটি স্কুল অ্যান্ড কলেজে এই মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। 

এ ব্যাপারে সেনাবাহিনীর পক্ষ থেকে সোমবার দুপুরে প্রেসবিজ্ঞপ্তি দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, এই ক্যাম্পেইনে চিকিৎসা, শল্য, চক্ষু, স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞসহ একাধিক মেডিক্যাল অফিসার কর্তৃক সর্বমোট দেড় হাজার রোগীকে ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ওষুধ প্রদানের ব্যবস্থা রয়েছে।

জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম নিদের্শনায় প্রতি বছরের ন্যায় এ বছরও মেডিক্যাল ক্যাম্পেইনসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর অঞ্চলের সেনাসদস্যরা। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী।

এদিন দুপুরে সুন্দলী এসটি স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত সেনা মেডিক্যাল ক্যাম্পেইন পরিদর্শন করেন ১০৫ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহম্মেদ তানভীর মাযহার সিদ্দিকী, যশোর সিএমএইচের কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

পরিদর্শন শেষে ব্রিগেডিয়ার জেনারেল আহম্মেদ তানভীর মাযহার সিদ্দিকী সাংবাদিকদের বলেন, সেনাবাহিনী নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষের চিকিৎসা ও ওষুধ বিতরণ করছেন। স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে ব্যাপক সাড়া পেয়েছি তাতে আমরা আনন্দিত। সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সুন্দলী ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল বলেন, বাংলাদেশ সেনাবাহিনী ভবদহবাসীর স্বাস্থ্যসেবার জন্য যে মেডিক্যাল ক্যাম্পেইনের ব্যবস্থা করেছে তা প্রশংসনীয় উদ্যোগ। সুন্দলীবাসীর পক্ষ থেকে সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি।

উপকারভোগী ডহরমশিয়াহাটী গ্রামের ৯০ বছর বয়সি বিষ্ণুপদ বিশ্বাস বলেন, ভালো ব্যবহারের সঙ্গে বিনা খরচে দামি ডাক্তার দেখাতে পেরেছি। একই সঙ্গে অনেক ওষুধও পেয়েছি। শিশু থেকে সব বয়সি প্রচুর রোগী আসছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)