অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (এসইডিপি) স্কিমের আওতায় কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ পুরস্কার বিতরণ করা হয়। ২০২২ ও ২০২৩ সালের উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় শ্রেষ্ঠ ৪০ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতিম শীলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা আঞ্চলিক পরিচালক প্রফেসর ড. মো. আনিস আর রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা আঞ্চলিক উপপরিচালক মো. কামরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক ও নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, অধ্যক্ষ মহিদুল ইসলাম টোকন, অধ্যক্ষ শাহাদাৎ হোসেন, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, অভিভাবক প্রতিনিধি অনুপ কুমার বিশ্বাস, নওয়াপাড়া পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি এফ এম গিয়াস উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, ও ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যরা উপস্থিত ছিল।