মোংলা প্রতিনিধি: মোংলায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার সকালে উপজেলার চাঁদপাই ইউনিয়নের চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫ শিক্ষার্থীকে বিদ্যালয় চত্বরে ফুল, উপহার ও ক্রেস্ট দিয়ে সম্মাননা দেয়া হয়। পরে সেখানে তাদের সম্মানে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি।
বিশেষ অতিথি ছিলেন সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।