কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের আয়োজনে মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ হলরুমে সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম।
উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনির সঞ্চালনায় এ সভায় আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শফিকুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা এমদাদুল হাসান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আক্তারুজ্জামান মিয়া, উপজেলা মৎস কর্মকর্তা হাসান সাজ্জাত, পল্লী উন্নয়ন কর্মকর্তা খায়রুল হক, ডিজিএম পল্লী বিদুৎ. কালীগঞ্জ উপজেলা বিসিআইসির সার ডিলার কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম রবি, সাংবাদিক জামির হোসেন, নয়ন খন্দকার ও বীজ ব্যবসায়ী আবু জাফর প্রমুখ। সভায় বিসিআইসি ও বিআইডিসি নিযুক্ত সার ও বীজ বিক্রয়কারী ডিলার ও সাব ডিলাররা অংশ নেন।