Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আবু সাঈদের মৃত্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জোরদার হয় : সাবেক এনবিআর চেয়ারম্যান

এখন সময়: বৃহস্পতিবার, ৩১ জুলাই , ২০২৫, ০৩:২৬:২৫ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের উদ্যোগে  জুলাই বিপ্লব ২০২৪ : প্রত্যাশা ও প্রাপ্তি বিষয়ক সেমিনার মঙ্গলবার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তণ চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ। তিনি বলেন, দেশের সকল আন্দোলন মফস্বল থেকে অনুপ্রেরণায় জোরদার হয়। আবু সাঈদের মৃত্যু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয় ও  জোরদার হয়। এ আন্দোলনে ফ্যাসিবাদদের পতন হয়। তারা দেশ থেকে বিতাড়িত হয়েছে । ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি আয়ুব বিরোধী আন্দোলনে প্রফেসর সৈয়দ মোহাম্মদ শামসুজ্জোহার মৃত্যু যেমন স্বাধীনতার আন্দোলন জোরদার হয় তেমনি আবু সাঈদের মৃত্যুর পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জোরদার হয়।

তিনি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় মনযোগী হতে হবে। নীতিনৈতিকতার ব্যাপারে সচেতন হতে হবে। লেখাপড়া করে দেশ বা বিদেশে প্রতিনিধিত্ব করার মতো যোগ্য করে গড়ে তুলতে হবে। তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করাটা সফল হবে।

বিশেষ আলোচক ছিলেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. হারুন অর রশিদ, কালের ধ্বনির সম্পাদক ইমরান মাহফুজ।

বিশেষ অতিথি ছিলেন যশোর আদ্বদীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ইমদাদুল হক।

কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সেমিনার উদযাপন কমিটির আহবায়ক ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শামীমা আখতার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মুকুর হায়দার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোরের মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ, ছাত্রশিবির এমএম কলেজ শাখার সভাপতি রাসেল ফারহান, ছাত্রদলের আহবায়ক হাসান ইমাম প্রমুখ।

সেমিনার পরিচালনা করেন প্রভাষক আসমাউল হসনা এ্যানি ও প্রভাষক আশরাফুজ্জামান।

সেমিনারে কলেজে অডিটোরিয়াম ও ডিবেট ক্লাব স্থাপনসহ বিভিন্ন দাবী জানানো হয়।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)