শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় বিশ্ব বাঘ দিবস উপলক্ষে র্যালি চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুলাই সকাল ১০ টায় উপজেলার সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও শরণখোলা রেঞ্জের বন কর্মকর্তাদের সমন্বয়ে এ দিবস পালিত হয়। সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শরণখোলা রেঞ্জ কর্মকর্তা এসিএফ রানা দেব। এর আগে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও ভিটিআরটি সদস্যদের সমন্বয়ে একটি রেলি চালিতাবুনিয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্কুল ক্যাম্পাসে শেষ করে।