ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ায় প্রকাশ্য নিলামে ১১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৯ গাছ বিক্রি করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদের হলরুমে উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে এ গাছ বিক্রি করা হয়। স্বচ্ছতা বজায় রাখা এবং সর্বোচ্চ মূল্যে গাছ বিক্রি করার লক্ষ্যে উপজেলা প্রশাসন উন্মুক্ত প্রক্রিয়ায় টেন্ডারের আয়োজন করেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান।
ওপেন টেন্ডারে সর্বোচ্চ দর প্রস্তাবকারীর নিকট ১১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন প্রজাতির মোট ৪৯ গাছ ৩ লাখ ১২ হাজার ৪’শ টাকায় বিক্রি করা হয়েছে। সাহস মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ রেইনট্রি ও ২ মেহগনি গাছ ১৫ হাজার টাকা, চিংড়া গোলদারবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ রেইনট্রি গাছ ২০ হাজার ৫শ টাকা, থুকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ রেইনট্রি গাছ ১৭ হাজার টাকা, আঙ্গারদোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ মেহগনি গাছ ২০ হাজার টাকা, বামুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ মেহগনি, ১ নিম ও ১ কদম গাছ ৪২ হাজার টাকা, রানাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ মেহগনি, ১ মিনজিরি ও ১ ইউক্যালিপটাস গাছ ১৮ হাজার টাকা, সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ মেহগনি গাছ ৭১ হাজার টাকা, পশ্চিম গুটুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ আমড়া ও ১ ইউক্যালিপটাস গাছ ৪শ টাকা, খরসঙ্গ শোলগাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ মরা মেহগনি গাছ ৪৭ হাজার টাকা, পূর্ব ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিরিস গাছ ৫১ হাজার ৫শ টাকা, খড়িয়া মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ মেহগনি গাছ ১০ হাজার টাকায় বিক্রি হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ দারুল হুদা, উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রেক্টর মনির হোসেন, সহকারী শিক্ষা অফিসার রাজ মনি ও আব্দুল কালাম আজাদ, প্রধান শিক্ষক গাজী আঃ সালাম, নিলিমা মহলদার প্রমুখ।