Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দক্ষিণ সলুয়া পল্লী দলিত সংস্থায় ওষধি গাছ বিতরণ

এখন সময়: রবিবার, ৩১ আগস্ট , ২০২৫, ০৩:৩৬:৪৭ পিএম

 

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি : দলিত, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের শিক্ষা, স্বাস্থ্য অধিকার, ঋতুকালীন স্বাস্থ্যপরিচর্যা, নিরাপদ পানি পয়ঃনিষ্কাশন এবং যুবক ও যুবতীদের প্রশিক্ষণসহ বিভিন্ন ধরনের সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম এর লক্ষ্যে সিওই এর অর্থায়নে, দালিত সংস্থা ইন হ্যাপস প্রকল্পের আওতায় “নারীদের জন্য শাক-সবজি, ফলজ এবং ওষধি গাছের বাগান পরিচর্যা প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ” অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার সকাল ১০ টায় কপিলমুনির পার্শ্ববর্তী পল্লী দলিত সংস্থার অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবুপদ দাশ। বিশেষ অতিথি ছিলেন দলিতের আয়ুর্বেদ চিকিৎসক প্রভাষ কুমার দাশ, সম্মানীত অতিথি ছিলেন অ্যাডমিন এন্ড ফিন্যান্স কৃষ্ণপদ দাশ, অমল কৃষ্ণ দাশ, সোনিয়া রহমান, কবরী দেবনাথ, জগদীশ দাশ, অরুন দাশ প্রমুখ। অনুষ্ঠানে ১নম্বর হরিঢালী ইউনিয়নে বসবাসরত দলিত, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের সুস্বাস্থ্য নিশ্চিত করণে এবং ঔষধি বাগান সম্প্রসারণ ও ব্যবহার বৃদ্ধিত্বে আলোচনা করা হয়। ৪০ নারীর মাঝে ১৩ টি করে গাছ যেমন আমলকি, হরিতকি, বহেড়া, নিম, আম, পেয়ারা, ঘৃতকুমারি,অশ্বগন্ধা, সর্পগন্ধ্যা, চুই, শতমূল, অনন্তমূল, শ্বেতমূল বিতরণ করা হয়।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)