Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সুর আর ঝংকারে মনোমুগ্ধকর শাস্ত্রীয় নৃত্যানুষ্ঠান, সনদ বিতরণ

এখন সময়: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর , ২০২৫, ০৯:৪৬:৫২ এম

 

নিজস্ব প্রতিবেদক : সুর আর ঝংকারে মনোমুগ্ধকর শাস্ত্রীয় নৃত্যানুষ্ঠান  যশোর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে উপভোগ করেছে সাংস্কৃতিক তথা নৃত্য পিপাসু দর্শক-শ্রোতা। উচ্চতর কত্থক নৃত্য প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ উপলক্ষেই নৃত্য বিতানের এই আয়োজন। বুধবার সন্ধ্যায় প্রায় দেড় ঘন্টার অনুষ্ঠানে শতাধিক শিল্পী পরিবেশন করে নৃত্য।

নৃত্যানুষ্ঠানের মাঝেই আয়োজক সংগঠন নৃত্য বিতানের সভাপতি অ্যাডভোকেট শাহরিয়ার বাবু ও সাধারণ সম্পাদক নৃত্য প্রশিক্ষক জন সঞ্জীব চক্রবর্তী প্রশিক্ষণার্থীদের  হাতে তুলে দেন সনদপত্র। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন নৃত্যের প্রশিক্ষক ইন্ডিয়া ছত্রিশগড়ের ইন্দ্রকলা সংগীত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দিপু মন্ডল।

“নৃত্য হোক সকল অপচ্ছায়ার বিরুদ্ধে স্বচ্ছতার প্রতীক”  এই প্রতিপাদ্যকে  ধারণ করেই নাচের মুদ্রায় কত্থক বন্দনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানে পরিবেশিত হয়    কত্থক, মনিপুরী ও ভরত নাট্যম।

পোষাক পরিচ্ছদ, রূপসজ্জা, অঙ্গসজ্জা, আলোচনা সজ্জার সমন্বয় এবং শিল্পীদের অনবদ্য উপস্থাপনা থেকে দৃষ্টি সরানো কঠিন হয়ে ওঠে।

কর্মশালায় অংশগ্রহণকারী যশোর, নড়াইল, খুলনা, ঝিনাইদহ, মাগুরা ও মেহেরপুরের  ৪৫ নৃত্য শিল্পী সহ নৃত্য বিতানের শিক্ষার্থী শিল্পীরা অংশ নেয় গোটা অনুষ্ঠানে।

নৃত্য বিতানের আয়োজনে  ২৪ থেকে ৩০ জুলাই  পর্যন্ত সংগঠন কার্যালয়ে এই উচ্চতর কত্থক নৃত্য প্রশিক্ষণ কর্মশালা  অনুষ্ঠিত হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)