দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি বন্ধে ইন্টারফেস মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা মডেল মসজিদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা থানার শিশু বিষয়ক হেল্প ডেস্ক ইনচার্জ এএসআই ইয়াসমিন আরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া।
দেবহাটা এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলন কর্তৃক আয়োজিত সভায় উপস্থিত ছিলেন দেবহাটা যুব উন্নয়ন কর্মকর্তা আহম্মেদ তাহমীর সিদ্দিকী, দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা এরিয়া প্রোগ্রাম, সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান (রিপন) ও মিজানুর রহমান প্রমুখ।