ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিভিন্ন নদ-নদী, খাল-বিলে পানির স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ নেট-পাটা ও নিষিদ্ধ জাল অপসারণে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
ফকিরহাট উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি জটার খালে অবৈধ জাল ও নেট-পাটা অপসারনের জন্য অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রাপ্ত অবৈধ জাল, নেটপাটা, উচ্ছেদ করে তা কেটে নষ্ট করা হয়। উক্ত অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আছাদুল্লাহ। এ সময় ফকিরহাট মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ওয়াজেদ আলী সহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।