বাগেরহাট প্রতিনিধি: জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাস প্রক্রিয়ায় বাগেরহাটের একটি আসন কমিয়ে তিনটি করার প্রতিবাদে শুক্রবার দ্বিতীয় দিনেও বাগেরহাট সদরসহ রামপাল, মোংলা, শরণখোলা, মোরেলগঞ্জ ও কচুয়ায় বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে সর্বস্তরের সাধারণ মানুষ। তারা সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে শনিবার সকাল থেকে জেলার সব মহাসড়ক লাগাতর অবরোধ করে মোংলা বন্দরকে সারা দেশের সাথে বিচ্ছিন্ন করে দেয়ার কর্মসূচি দিয়ে মাঠে নেমেছে। এ জেলার একটি আসন কমিয়ে দেয়ায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীরা পড়েছেন চরম বিড়ম্বনায়। রাজনৈতিক মহল, সাধারণ মানুষ, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও এনিয়ে বইছে সমালোচনার ঝড়। এদিকে বাগেরহাটের পূর্বের চার আসন পুনর্বহালের দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত আবেদন করেছেন বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) থেকে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহবায়ক ড. কজী মনিরুজ্জামান মনির।
বিএনপি থেকে বাগেরহাট-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্মআহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির বলেন, নির্বাচন কমিশনের ঘোষণায় জেলাবাসী হতবাক হয়েছে। এমনিতেই বাগেরহাট-৪ আসনে ২০ ইউনিয়ন। উপকূলীয় দুর্গম এলাকা। উন্নয়ন বরাদ্দ কম। এই আসনটি কেটে মোংলার সাথে বাগেরহাট-৩ আসনে যুক্ত করা হলে জটিলতা আরো বাড়বে। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সিইসির কাছে লিখিত আবেদন জানিয়েছি। ইসি যদি সিদ্ধান্ত বাতিল না করে তাহলে সর্বস্তরের জনগণকে নিয়ে শনিবার থেকে মহাসড়ক অবরোধ করে লাগাাতর কঠোর আন্দোলনে রাজপথে নামবো।
ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা ওমর ফারুক নূরী বলেন, নির্বাচন কমিশনের বাগেরহাটে আসন কমিয়ে দেয়ার প্রস্তাব জনআকাঙ্খার পরিপন্থি। যেখানে বাগেরহাটে আরো নির্বাচনী আসন বাড়ানো দরকার, সেখানে আসন কমানোর সিদ্ধান্ত মেনে নেয়া হবেনা। কঠোর আন্দোলন করে জেলাসহ মোংলা বন্দর অচল করে দেয়া হবে।
জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, একটি আসন কমিয়ে মোরেলগঞ্জ শরণখোলাকে মোংলার সাথে যুক্ত করা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত গ্রহণ যোগ্য নয়। এটি বাতিলের জন্য দলমত নিবর্েিশষে সর্বস্তরের জনগন মাঠে নেমেছে। শনিবার থেকে মহাসড়ক আবরোধ করে লাগাাতর কঠোর আন্দোলনে করা হবে।