Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে মাদরাসায় সবক প্রদান ও শিক্ষা প্রদর্শনী

এখন সময়: রবিবার, ৩১ আগস্ট , ২০২৫, ০৬:২৪:০৮ পিএম

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি: অভয়নগরে ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত ইটার্নাল ইলিউম আল ইসলামিয়া গ্লোবাল ইনস্টিটিউটে হিফজ ও নাজেরা বিভাগের সবক প্রদান ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বুইকারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাদ্রাসা মিলনায়তনে এ সবক প্রদান অনুষ্ঠিত হয়।

মাদরাসার প্রিন্সিপাল মাওলানা দেলাওয়ার হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাওলানা রফিকুল ইসলাম হুসাইনী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সওতুল কোরআন মহিলা মাদরাসার মোহতামিম মুফতি বদরুজ্জামান রফিকী, নওয়াপাড়া পীরবাড়ি মাদরাসার মুহাদ্দিস মাওলানা হাসানুর রহমান, কোটা সিনিয়র ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মাহফুজুর রহমান। সঞ্চালনা করেন- মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ইসমাইল হোসেন।

পরে শিক্ষার্থীদের কোরআন তেলাওয়াত, বিশেষ সংগীত পরিবেশনা এবং এ-প্লাসপ্রাপ্ত ও নিয়মিত জামায়াতে নামাজ আদায়কারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)