Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বিএসপির ২৫০তম সাহিত্য সভা, কবি মাহমুদাকে সংবর্ধনা

এখন সময়: রবিবার, ৩১ আগস্ট , ২০২৫, ১০:৪১:১১ এম

 

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার (১ আগস্ট) সকাল ১০টায় বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) ২৫০তম সাহিত্য সভা উপলক্ষে কবিতা পাঠ, আলোচনাসভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক. প্রফেসর ড. সন্দীপক মল্লিক।

যশোর শহরের পোস্ট অফিসপাড়ার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক অরুণ বর্মণ, কবি শাহরিয়ার সোহেল ও কবি নূরজাহান আরা নীতি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্মৃতিচারণ করেন কবি ও গবেষক. ড. শাহনাজ পারভীন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, সাবেক সভাপতি এডিএম রতন, সহযোগী অধ্যাপক সুরাইয়া শরীফ, কবি ও গল্পকার রাশিদা আখতার লিলি, কবি এম এ কাসেম অমিয়, কবি ফারুক হোসাইন, কবি রেজাউল করিম রোমেল।

বিএসপির প্রতিষ্ঠাতা সম্পাদক গোলাম মোস্তফা মুন্না বিদ্রোহী সাহিত্য পরিষদের গঠন, ইতিহাস ও ঐতিহ্য উপস্থাপন তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

কবি আমির হোসেন মিলন এর পরিচালনায় কবিতা পাঠ ও স্মৃতি চারণে অংশ নেন, শেখ মফিজুর রহমান, অধ্যাপক দীনেশ মণ্ডল, ভদ্রাবতী বিশ্বাস, শরীফ উদ্দিন, ডা. আহাদ আলী, অ্যাড মাহমুদা খানম, এমএনএস তুর্কি, মো. আব্দুল খালেক, কুতুব উদ্দিন বিশ্বাস, আহম্মেদ মাহবুব ফারুক, সঞ্জয় নন্দী, কাজী খলিলুর রহমান, মো, আতিয়ার রহমান, বাবুল আহম্মেদ তরফদার, বকুল হক, কাজী নূর, রবিউল হাসনাত সজল, সানজিদা ফেরদৌস, শরিফুল আলম।

অনুষ্ঠানে গত এক বছরে সর্বাধিক উপস্থিতির জন্য কবি অ্যাড. মাহমুদা খানমকে সংবর্ধনা প্রদান করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)