Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালিগঞ্জে শত্রুতার জেরে ২৫ বিঘার ঘেরের ভেড়ির কুমড়া গাছ কর্তন!

এখন সময়: রবিবার, ৩১ আগস্ট , ২০২৫, ০৪:২২:০০ পিএম

 

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জে শত্রুতার জেরে রাতের আঁধারে কেটে ফেলা হলো ২৫ বিঘার ঘেরের ভেড়িতে লাগানো কুমড়া গাছ।  ঘটনাটি ঘটেছে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নেঙ্গীর বিলে আবু সাঈদের মাছের ঘেরে।

উপজেলার ফরিদপুর গ্রামের হোসেন আলী গাজীর ছেলে আবু সাঈদ (৩৭) জানান, নিজস্ব ও লিজ নিয়ে তিনি নেঙ্গীর বিলে প্রায় ২৫ বিঘার একটি মাছের ঘের করেছেন। ওই ঘেরের চওড়া ভেড়িতে মাচা পদ্ধতিতে তিনি কুমড়া গাছ রোপণ করেন। সবেমাত্র কুমড়ার ফলন শুরু হওয়া ওই গাছগুলো শুক্রবার দিবাগত রাতে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। তিনি আরও বলেন, আমার চাচা জেহের আলী গাজী বিষ্ণুপুর ইউনিয়নের ৫ নম্বরওয়ার্ড বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুজিবর রহমানের সাথে আমাদের কিছুটা ঝামেলা হয়েছে। এর কারণে শত্রুতামূলক ভাবে আমাদের ক্ষতি করা হয়েছে বলে ধারণা করছি। এ ঘটনায় শনিবার বিকেল পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেয়া হয়নি বলে জানান তিনি।

এদিকে ওয়ার্ড কাউন্সিলকে কেন্দ্র করে জেহের আলী গাজী ও মুজিবুর রহমানের মধ্যে বিভেদকে উসকে দেয়ার জন্য তৃতীয় কোন পক্ষ জেহের আলী গাজীর ভাতিজা আবু সাঈদের ঘেরের কুমড়া গাছ কেটে ক্ষতিগ্রস্ত করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় কিছু ব্যক্তি। তবে যে বা যারা এ ন্যাক্কারজনক কাজের সাথে জড়িত তাদের খুঁজে বের করে শাস্তি প্রদান করা প্রয়োজন বলে মনে করেন তারা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)