Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শায় সরকারি চাল ছিনতাইয়ের অভিযোগে দুই বিএনপি কর্মী আটক

এখন সময়: রবিবার, ৩১ আগস্ট , ২০২৫, ০৬:১৫:৫২ এম

 

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : সরকারি বরাদ্দকৃত (ভিজিডি/ভিজিএফ) চাল ছিনিয়ে নেয়ার অভিযোগে বিএনপির দুই কর্মীকে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ। শনিবার (২ আগস্ট) দুপুরে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক ও ছিনতাইকৃত চাল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, শার্শার উলাশী ইউনিয়নের ধলদাহ গ্রামের রাজ্জাক বিশ্বাসের ছেলে মিজানুর বিশ্বাস ও মোসলেম বিশ্বাসের ছেলে লাল্টু বিশ্বাস।

জানা যায়, গত ৩১ জুলাই বৃহস্পতিবার দুপুর ২টার দিকে যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়ন পরিষদ থেকে ভিডব্লিউভি তালিকাভুক্ত নারীদের প্রত্যেককে ৩ বস্তা করে চাল বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দপ্রাপ্ত চাল ভ্যানে করে নিজ নিজ বাড়িতে নেয়ার সময় ধলদা গ্রামের মোড়ে কয়েকজন দুর্বৃত্ত তাদের পথ রোধ করে দুই থেকে তিন বস্তা করে চাল ছিনিয়ে নেয়-এমন অভিযোগ ওঠে।

স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা হলেন ধলদাহ গ্রামের নজরুল ইসলামের ছেলে ইয়ানুর রহমান, রাজ্জাক বিশ্বাসের ছেলে মিজানুর রহমান, সুরত আলীর ছেলে মশিয়ার রহমান, আতিয়ার বিশ্বাসের ছেলে রফিকুল ইসলাম এবং মোসলেম বিশ্বাসের ছেলে লাল্টু। অসহায় নারীদের কাছ থেকে সরকারি চাল ছিনতাইয়ের ঘটনায় চারজন বিএনপির কর্মীর বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রশাসনের নজরে আসে এবং তদন্ত শুরু হয়।

উলাশী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও শার্শা উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ জানান, ভিডব্লিউভি তালিকাভুক্ত প্রতি নারী সদস্যকে ইউনিয়ন পরিষদ থেকে তিন বস্তা করে চাল বরাদ্দ দেয়া হয়। তারা চাল নিয়ে বাড়ি ফেরার পথে ধলদাহ গ্রামের একটি মোড়ে তাদের ভ্যান থামিয়ে কয়েকজন ব্যক্তি জোরপূর্বক চাল ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া যায়। পরে উলাশী ইউনিয়ন পরিষদের সচিব নাজমুল হোসেন বাদী হয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করলে অভিযুক্তদের মধ্যে মিজানুর ও লাল্টুকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে উলাশী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আমিনুর রহমান নেদা বলেন, অভিযুক্তরা দলের কোনো দায়িত্বশীল পদে নেই, তবে তারা বিএনপি পরিবারের সদস্য। তিনি আরও জানান, উল্লেখিত ঘটনার পর শুক্রবার বিকেলে ধলদাহ গ্রামে দলীয় কার্যালয়ে সভা ডাকা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম. রবিউল ইসলাম বলেন, সরকারি চাল ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে আটক করে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। একইসাথে অভিযানে উদ্ধারকৃত চালগুলো পুনরায় সংশ্লিষ্ট নারীদের কাছে ফেরত দেয়া হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)