দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটা সাহিত্য পরিষদ ও উপজেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দেবহাটা রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের ইছামতি পিকনিক স্পট মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিল্পকলা একাডেমী শিক্ষক আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি হিসেবে ছিলেন দেবহটা উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসের মো. আসাদুজ্জামান। বক্তব্য রাখেন, উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল বাশার, দেবহাটা উপজেলা মেরিন ফিসারিজ অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, উপজেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক আমিরুল ইসলাম, শিল্পকলা একাডেমীর কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, সাহিত্য পরিষদের সহ সভাপতি সহযোগী অধ্যাপক মো. বাহাউদ্দীন প্রমুখ।
পরে আবৃত্তি ও মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিদায়ী ইউএনওকে একাডেমি ও সাহিত্য পরিষদের পক্ষ থেকে উপহার ও ক্রেস্ট প্রদান করা হয়।