ডুমুরিয়া প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় বাসি পচা মিষ্টি বিক্রির অপরাধে চুকনগর বাজারের এক মিষ্টি ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক সপ্তাহ দোকান বন্ধের নির্দেশ দিয়েছে বাজার বণিক সমিতি। শনিবার (২ আগস্ট) রাত ৮ টার দিকে চুকনগর বাজারস্থ যশোর রোড বাস টার্মিনাল সংলগ্ন ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারে এ জরিমানা করা হয়। তবে ম্যাজিস্ট্রেট ছাড়া বাজার কমিটি বিশেষ ক্ষমতা বলে এ অভিযান পরিচালনা করে। এছাড়া ৩ মাস আগে একটি লিচুর দোকানেও অভিযান চালায় বাজার কমিটি।
জানা যায়, দীর্ঘদিন যাবৎ চুকনগর বাজারের নিউ ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারে মিষ্টি ব্যবসায়ী দিলিপ ঘোষ বাসি পচা মিষ্টি বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে চুকনগর বাজার বনিক সমিতির নেতৃবৃন্দ ওই দোকানে অভিযান চালিয়ে বাসি পচা মিষ্টি বিক্রির অপরাধে দোকানদারকে ২ হাজার টাকা জরিমানা ধার্য্য করেন এবং অনাদায়ে এক সপ্তাহ দোকান বন্ধের নির্দেশ দেন। পরে প্রায় দেড় হাজার টাকার বাসি মিষ্টি সড়কে ঢেলে যাত্রীবাহী বাস দিয়ে বিনষ্ট করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন চুকনগর বাজার কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক দেবব্রত রায় দেবু, কোষাধ্যক্ষ মেহেদী হাসান বাবলু, সাংগঠনিক সম্পাদক মোসলে আক্তার লেলিন, বাজার উন্নয়ন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহিদুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম বুলবুলসহ বাজার কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।