কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সকল শহীদের স্মরণে পৌর শহরে পথচারীদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি পালন করে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী শনিবার দুপুর ১২ টায় কেশবপুর পৌর শহরের বিভিন্ন পয়েন্টে ওই খাদ্য বিতরণ করা হয়। কেশবপুর পৌর শহরের থানার মোড়, গাড়ীর মোড়, মাইক্রোস্ট্যান্ড, পুরাতন বাস স্ট্যান্ডে এবং কেশবপুর প্রেস ক্লাবের সামনে জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা এই খাবার বিতরণ করেন। খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আমীর অধ্যাপক মোক্তার আলী। উপস্থিত ছিলেন কেশবপুর নায়েবে আমীর মাওলানা রেজাউল ইসলাম, সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক তবিবুর রহমান, পেশাজীবি বিভাগের সভাপতি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ওয়াজিউর রহমান, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক সাইদুর রহমান সাঈদ,কেশবপুর পৌর জামাতের আমীর প্রভাষক জাকির হসেন, সদর ইউনিয়নের আমীর অধ্যাপক তরিকুল ইসলাম, যুব বিভাগের সভাপতি আয়াতুল্লাহ খোমেনিসহ অন্যান্য বিভিন্ন শাখার দায়িত্বশীলগণ।