নিজস্ব প্রতিবেদক: দৈনিক সমাজের কথা পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য এস হাসমী সাজুর মা সৈয়দা রওশন আরা হাসমী (৮৫) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ২ কন্যাসহ আত্মীয় স্বজন রেখে গেছেন।
সাংবাদিক সাজু জানান, তার মা শনিবার উপশহরস্থ নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়। দুপুর ২টা ১৫ মিনিটে যশোর ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক শাকিরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। সৈয়দা রওশন আরা হাসমী ছিলেন মরহুম সৈয়দ আবুল হাসনাত হাসমী ওরফে আকিল হাসমীর স্ত্রী। রাত ১০ টায় উপশহর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে ঘোপ কবরস্থানে দাফন করা হয়।
সাংবাদিকের মায়ের মৃত্যুর সংবাদ শুনে তার বাড়িতে যান যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বিএনপি নেতা রেজাউর রহমান কামাল, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সহ সভাপতি বি এম আসাদ প্রমুখ। রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।
এদিকে, সাংবাদিক সাজুর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, সাবেক সভাপতি এম আইউব। এছাড়া শোক প্রকাশ করেছেন মেডিকেল বিটে দায়িত্বপালনকারী সাংবাদিক গ্রামের কাগজের সিনিয়র স্টাফ রিপোর্টার ফয়সল ইসলাম, লোকসমাজ পত্রিকার স্টাফ রিপোর্টার বিএম আসাদ, দৈনিক স্পন্দন পত্রিকার নিজস্ব প্রতিবেদক বিল্লাল হোসেন ও গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার আশিকুর রহমান শিমুল প্রমুখ।
অপরদিকে, সাংবাদিক সৈয়দ শাহ হাশমী সাজুর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)। এক বিবৃতিতে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনসহ নেতৃবৃন্দ এই শোক প্রকাশ করেছেন।