নিজস্ব প্রতিবেদক: যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে দেশ থেকে ফ্যাসিবাদদের পতন হয়েছে। তারা দেশ থেকে বিতাড়িত হয়েছে। এতে করে সর্বস্তরের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এখন দেশের মানুষ জুলাই বিপ্লব আন্দোলনকে অনুধাবন করছে। আর এ আন্দোলনে যারা ছাত্রদের হত্যা করেছে জাতি তাদের বিচার করবে। যে আকাঙ্খা নিয়ে জুলাই বিপ্লব হয়েছে। সে আকাঙ্খা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঐক্য ধরে রাখতে হবে। যে ঐক্যের মধ্যদিয়ে জুলাই বিপ্লবে আন্দোলন হয়েছে।
কালেক্টরেট সভাকক্ষ অমিত্রাক্ষরে শনিবার সকালে অনুষ্ঠিত ’জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান।
মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক অনিতা মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা, নাগরিক পার্টির সংগঠক মনিরুজ্জামান, বৈষম্য বিরোধী যোদ্ধা আহাদ হোসাইন, ইমতিয়াজের মা শিরিনা আক্তার, শহীদ আব্দুল্লাহর মা মারিয়া বেগম, শহীদ সামিউর রহমানের মা সাজেদা রহমান, আহত আব্দুল্লাহ আর মামুনের মা রেহেনা আক্তার প্রমুখ।
অনুষ্ঠান শুরুতে জুলাই বিপ্লবে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।