Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒বিল হরিনা বাঁচাও আন্দোলন

জলাবদ্ধতার ক্ষতিগ্রস্তদের সাথে মতবিনিময় সভা

এখন সময়: রবিবার, ৩১ আগস্ট , ২০২৫, ০৩:১২:৩৮ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার সাড়াপোল  বিনোদ মোড়ে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে বিল হরিনা বাঁচাও আন্দোলন-এর আওতায় এক মতবিনিময় সভা। জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষক ও অন্যান্য শ্রেণির পেশাজীবীদের অংশগ্রহণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জয়দেব দাশ।

ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই সভায় বক্তারা বলেন, বিল হরিনা এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা কৃষি ও জীবিকাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে। অতি বর্ষণ ও নিষ্কাশন ব্যবস্থার অভাবে মাঠের ফসল নষ্ট হচ্ছে এবং স্থানীয় মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে।

সভায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), যশোর জেলা কমিটির  সহযোগিতায় এলাকার মানুষ দাবি জানান, বিল হরিনার প্রাকৃতিক প্রবাহ এবং পানি নিষ্কাশন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বক্তারা আরও বলেন, পরিবেশ ও কৃষি রক্ষার স্বার্থে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও পরিবেশবান্ধব সংগঠনগুলোর দ্রুত হস্তক্ষেপ জরুরি। সভা থেকে একটি দাবি উত্থাপন করা হয় বিল হরিনা এলাকায় অবিলম্বে খাল খনন, নদীর জায়গা উদ্ধার ও সুষ্ঠু পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বাপা যশোর জেলার আহবায়ক খন্দকার আজিজুল হক মনি, সদস্য সচিব আবু সাইদ, মোহাম্মদ আতিকুর রহমান, অধ্যাপক পাভেল চৌধুরী (অবসরপ্রাপ্ত) বাপার সদস্য ডাক্তার আহসান হাবীব, দৈনিক সমাজের কথার বার্তা সম্পাদক হাবিবুর রহমান মিলন, সাংবাদিক বেলাল হোসেন বনি, শামসুজ্জামান স্বজন, হরিণার বিল বাঁচাও আন্দোলনের আহ্বায়ক শেখ রাকিবুল ইসলাম নয়নসহ  স্থানীয় কৃষক, শিক্ষক, ব্যবসায়ী, যুব সমাজসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)