ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মেধা ও নৈতিকতার সমন্বয়ে আলোকিত মানুষ গড়ার অঙ্গীকার নিয়ে অভিভাবক সমাবেশ, মতবিনিময় সভা ও অর্ধ বার্ষিক পরীক্ষার ফলাফল বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমসির সভাপতি শেখ কবীর আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান ও অভিভাবক সদস্য কাজী মনিরুজ্জামান টুটুক। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায়।
শিক্ষক খায়রুল বাসার জুয়েলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সাহিদা খাতুন, প্রাক্তন অভিভাবক সদস্য ফকির আইয়ুব আলী প্রমুখ। এ সময় বিভিন্ন শিক্ষক, এসএমসির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।