নিজস্ব প্রতিবেদক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর এবং শার্শায় উপজেলার উলাশী ইউনিয়নের দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া দলীয় পরিচয়দানকারী শার্শার লক্ষণপুর ইউনিয়নের চার দুর্বৃত্তের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ড শাখার কোষাধ্যক্ষ হারুন খানকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো। দলীয় শৃঙ্খলা ভঙ্গের শার্শা উপজেলার উলাশী ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ড শাখার সদস্য জিল্লকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে অব্যহতি প্রদান করা হলো। তাদের সাথে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো।
অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শার্শার লক্ষণপুর ইউনিয়নের তোতা মিয়া, জামির হোসেন, জাহান আলী ও হানিফ আলি জমি দখলসহ বিভিন্ন অপরাধে জড়িত। এরা বিএনপির কেউ না, প্রকৃত পক্ষে এরা সকলেই দুর্বৃত্ত। এদের সাথে দলের কোন সম্পর্ক নেই। আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে এদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হলো।