পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা কপোতাক্ষ নদ থেকে এক বৃদ্ধের (৭০) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার ধরম পীর দরগার পাশে শ্মশানঘাট সংলগ্ন খেয়াঘাট এলাকায় নদে ভাসমান লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পাইকগাছা থানায় খবর দেন। পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
নৌপুলিশের উপপুলিশ পরিদর্শক আ, সবুর বলেন, লাশটি উদ্ধারের পরে জানা যায় যে, তিনি আশাশুনি উপজেলার দর্গাপুর গ্রামের মৃত্যু ফজর আলী গাজীর ছেলে মোজাম গাজী (৭৩)।
মৃত. মোজাম গাজীর ছেলে মাসুম গাজী জানান, আমার পিতা মানসিক রোগ ও এজমা রোগে ভুগছিলো।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, লাশটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।