পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার ব্যবসায়ী বাবু রাম মন্ডলকে সভাপতি স্বর্ণকার মধুরঞ্জন সম্পাদক ও শ্যামসুন্দর ভদ্রকে কোষাধ্যক্ষ করে পৌর বাজার সার্বজনীন পূজা মন্দিরের কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় পূজা মন্দিরে আয়োজিত বিদায়ী মন্দির কমিটির সভাপতি ব্যবসায়ী উত্তম কুমার সাধুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটি গঠন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মন্দির কমিটির উপদেষ্টা ও ব্যবসায়ী মনোহর চন্দ্র সানা, সুনিল কুমার মন্ডল, দেবব্রত কুমার দেবু, বিশ্বজিৎ সরকার, উত্তম দত্ত, কালিকিংকর, শংকর দত্ত, সুকুমার মন্ডল, পিন্টু লাল দে, তাপস মন্ডল, হিমাংশু বাইন,মুকুন্দ বিহারী মন্ডল, দ্বীনবন্ধু মন্ডল, সুনিল ঢালী,গোপাল কর্মকার,ভগিরত দত্ত,ও পুরোহিত স্বপন চক্রবর্তীসহ অনেকে।