Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দাকোপ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

এখন সময়: রবিবার, ৩১ আগস্ট , ২০২৫, ০৪:৫৬:৫৫ পিএম

দাকোপ (খুলনা) প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দাকোপ প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে শামীম হোসেন ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ পদে বিধান চন্দ্র ঘোষ পুনরায় নির্বাচিত হয়েছেন।

সোমবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হল রুমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় ও প্রিজাইডিং কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বঙ্কিম চন্দ্র হালদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত কুমার রায় ভোট গ্রহণ করেন।

নির্বাচনে সহসভাপতি পদে স্বপন কুমার রায়, আজগর হোসেন ছাব্বির, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল বাশার, ক্রীড়া ও দপ্তর সম্পাদক পদে প্রবীর কুমার রায়, এবং কার্যনির্বাহী সদস্য পদে জয়ন্ত রায় ও জাহিদুর রহমান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জি.এম এহতেশাম রেজা ও মনিরুল ইসলাম সমান ভোট পাওয়ায় পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমত হোসেন ও সদস্য থানা পুলিশ পরিদর্শক (ওসি) সিরাজুল ইসলাম। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)