Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে ৪ কোটি টাকা চাঁদাবাজির মামলায় মিঠু রিমান্ডে

এখন সময়: রবিবার, ৩১ আগস্ট , ২০২৫, ০৬:২৩:৫৬ পিএম

নিজস্ব প্রতিবেদক : অভয়গরের বহুল আলোচিত ৪ কোটি টাকা চাঁদাবাজি মামলায় আটক কামরুজ্জামান মিঠুর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুবাইদা রওশন আরা আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। ডিস ব্যবসায়ী কামরুজ্জামান মিঠু উপজেলার গুয়াখোলার মৃত জালাল উদ্দিনের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, শাহনেওয়াজ কবীর টিপুর নওয়াপাড়া বাজারে মেসার্স জাফ্রিদি এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। সেখানে ব্যবসা করাকালীন সাবেক যুবদল নেতা আসাদুজ্জামান জনি তার সহকর্মী সৈকত হোসেন হিরাকে দিয়ে ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুর কাছে দুই কোটি টাকা চাঁদা দাবি করে। এরপর টিপুর স্ত্রী সাউথ বাংলা ব্যাংক থেকে যুবদল নেতা আসাদুজ্জামান জনির নিজ প্রতিষ্ঠানের একাউন্টে ২ কোটি টাকা পাঠিয়ে দেন। জনির হিসাব নম্বরে টাকা পৌঁছানোর ব্যবসায়ী টিপুকে ছেড়ে দেয় তারা।
গত ১৮ সেপ্টেম্বর সকালে ব্যবসায়ী টিপুকে আসামি জনি পার্কে নিয়ে বুক পর্যন্ত গর্ত খুড়ে বালু চাপা দিয়ে আরও ২ কোটি টাকা দাবি করে। এসময় ব্যবসায়ী টিপু বাধ্য হয়ে তার ম্যানেজারকে ফোন করলে আসামি সাংবাদিক মফিজের হিসাব নম্বরে ১ কোটি টাকা ও বাকি ১ কোটি টাকার চেকে স্বাক্ষর করে নেয়। এই ঘটনায় ব্যবসায়ী টিপুর স্ত্রীর গত শনিবার রাতে অভয়নগর থানায় মামলা করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে রাতে আসামি কামরুজ্জামান মিঠুকে আটক করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সালাউদ্দিন খান আটক মিঠুর ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। বৃহস্পতিবার রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জু করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)