নিজস্ব প্রতিবেদক : যশোরের চৌগাছায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে বিষ্টু দাস নামে (৩০) এক যুবক জখম হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১০ টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত বিষ্টু উপজেলার কংসারিপুর গ্রামের নিরাপদ দাসের ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আহতের স্বজনরা জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরে বড় ভাই মনি কুমার দাসের সাথে বিষ্টু দাস তর্কবিতর্কে জড়িয়ে পড়ে। এসময় বড় ভাই ক্ষিপ্ত হয়ে তাকে ছুরিকাঘাতে জখম করে। পরিবারের সদস্যরা উদ্ধার করে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক শাকিরুল ইসলাম জানান, ছুরিকাহত বিষ্টু দাসের অবস্থা গুরুতর। পুরুষ সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসাসেবা চলছে।