প্রেসবিজ্ঞপ্তি : যশোর নাট্যকলা সংসদে দ্যোতনা সাহিত্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নব কমিটির অভিষেক, দ্যোতনা সাহিত্য পদক ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যশোর শিক্ষা বোর্ড এর উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল খালেক, মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিয়দের সভাপতি কবি মোকাররম হোসেন, বিদ্রোহী সাহিত্য পরিষদের সম্পাদক কবি গোলাম মোস্তফা মুন্না ও কবি অ্যাড. জিএম মুছা।
শেখ শাহরিয়ার সোহেলেরর সঞ্চালনায় অনুষ্ঠানে লেখক ও গবেষক ড. সন্দীপক মল্লিককে সাহিত্য ও গবেষণায় বিশেষ অবদান রাখায় দ্যোতনা সাহিত্য পদক-২০২৪ এবং সাহিত্য ও গবেষণায় বিশেষ অবদান রাখায় কবি ও গবেষক মুহ. আবুল কালাম আজাদকে দ্যোতনা সাহিত্য পদক-২০২৫ প্রদান করা হয়।
এছাড়া দ্যোতনা সাহিত্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাফসান ইখতিয়ার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং সামিয়া আফরিন এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা দেয়া হয়। কবি অরুণ বর্মন ২০২৫ সালে শিশুসাহিত্যে কিশোর বেলা পুরস্কার অর্জন করায় সংগঠনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে কবিতা পাঠ ও অনুভূতি প্রকাশ করেন কবি গাজী শহীদুল, কবি রাশিদা আক্তার লিলি, কবি সুরাইয়া শরীফ, কবি আমির হোসেন মিলন, কবি সঞ্জয় নন্দী, কবি আহমেদ মাহবুব ফারুক, কবি সানজিদা ফেরদৌসসহ আজকের নতুন কমিটির ১৫ জন সদস্য।
নতুন কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্যগণ হলেন, সভাপতি: ড. শাহনাজ পারভীন, সহ-সভাপতি ১ জি এম মুছা,সহ-সভাপতি ২: আর কে ঘোষ, সহ-সভাপতি ৩: আহাদ আলী, সাধারণ সম্পাদক: শেখ শাহরিয়ার সোহেল,সহ-সম্পাদক ১: বকুল হক,সহ-সম্পাদক ২: এম এন এস তুকি, সাংগঠনিক সম্পাদক: শরীফ হোসেন ধীমান, অর্থ সম্পাদক: মঞ্জুয়ারা সোনালী,প্রচার সম্পাদক: শরীফুল আলম,দপ্তর সম্পাদক: রাবেয়া খানম, কার্যনির্বাহী সদস্য ১: শেখ মাফিজুল ইসলাম,কার্যনির্বাহী সদস্য ২: রেবেকা টপি,কার্যনির্বাহী সদস্য ৩: বাগবুল মাহবুব,কার্যনির্বাহী সদস্য ৪: আবু রায়হান।
সবশেষে প্রধান অতিথি উত্তরীয়, ফুল ও মিষ্টি দিয়ে নব কমিটির সকলকে বরণ করে নেন।