বাবুল আক্তার, চৌগাছা: যশোরের চৌগাছায় মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার ফুলসারা ইউনিয়নের দরগাহপুর মাদ্রাসা মাঠে এই ক্যাম্প উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চৌগাছা-ঝিকরগাছা আসনের এমপি প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
জুলাই শহিদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে এবং আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় মাসব্যাপী উপজেলার ১১ ইউনিয়ন ও একটি পৌরসভায় এ ক্যাম্প চলবে।
মাসব্যাপী উপজেলার পৌরসভা ও সকল ইউনিয়ন মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনী, শিশু ও দন্ত রোগের চিকিৎসা প্রদান করা হয়। চক্ষু রোগীদের ফ্রি চশমা ও ছানি অপারেশন করার ব্যবস্থা করা হবে। এছাড়া ৩৯ জনের একটি মেডিকেল টিম বিনামূল্যে ঔষধ প্রদানসহ ব্লাড প্রেসার পরিমাপ, রক্তের গ্রুপিংসহ ডয়বেটিস পরীক্ষা করে সেবা প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন শহিদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের উপদেষ্টা উপজেলা জামায়াতের আমির মাও. গেলাম মোরশেদ, সদস্য চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদ, সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা জামায়াতের নায়েবে আমির মাও. নুরুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাও. গিয়াস উদ্দিন, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রমুখ।
প্রথম দিনে চৌগাছা ফুলসারা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে প্রায় ১ হাজার মানুষ এই মেডিকেল ক্যাম্প থেকে সেবা নেন।