কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত প্রাথমিক শিক্ষা অফিসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় স্থানীয় শিক্ষক ও এলাকাবাসীরা আগুন নেভাতে সাহায্য করেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো.জহুরুল ইসলামসহ অন্যান্যরা সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসেন।
কম্পিউটারের আইপিএস এর ব্যাটারির স্থান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণার কথা জানিয়েছেন ইউএনও মো.জহুরুল ইসলাম ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা শরিফুল ইসলাম।
তারা জানান, প্রাথমিক শিক্ষা অফিসের দ্বিতীয় তলার একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্যাপক ধোঁয়া দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা না গেলেও সেটি বেশি নয় বলে জানা গেছে। তবে আগুনে অনেক কাগজপত্র পুড়ে গেছে বলে জানা যায়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান জানান, বৈদ্যুতিক শর্টসাকিট থেকে এ আগুন লাগার ঘটনা ঘটেছে বলে তিনি জেনেছেন। আগুনে পুরনো কিছু নথিপত্র পুড়ে গেছে। তবে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।