অভয়নগর (যশোর) প্রতিনিধি: অভয়নগরে মাটিতে পুঁতে রাখা প্লাস্টিকের ড্রাম থেকে সাড়ে ৪ কেজি গাঁজাসহ ইউসুফ বিশ্বাস (৩০) নামে এক কারবারীকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ কারবারীকে আটক করে যশোর ডিবি পুলিশ।
আটক ইউসুফ বিশ্বাস বাগদাহ গ্রামের আক্কাস বিশ্বাসের ছেলে। পালিত ছেলে হিসেবে তিনি একই গ্রামের করিম বিশ্বাসের বাড়িতে বসবাস করত। রোববার দুপুরে অভয়নগর থানার থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেন।
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) শেখ আবু হাসান জানান, শনিবার দুপুরে অভয়নগরের বাগদাহ গ্রামে করিম বিশ্বাসের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বসতবাড়ির ঘরের মেঝের মাটিতে পুঁতে রাখা একটি প্লাস্টিকের ড্রাম থেকে সাড়ে ৪ কেজি গাঁজাসহ ইউসুফ বিশ্বাসকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকসহ কারবারিকে অভয়নগর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এলাকাবাসী জানায়, ইউসুফ বিশ্বাস দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার করে আসছে। তিনি বাগদাহ গ্রাম থেকে উপজেলার বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে থাকে। মাদক ব্যবসায় নিরাপত্তার স্বার্থে বাড়ির চারিপাশে সিসিটিভি ক্যামেরাও লাগিয়েছে। তিনি এবং তার পালিত পিতা চিহ্নিত মাদক কারবারী।
অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল আলীম বলেন, সাড়ে ৪ কেজি গাঁজাসহ ইউসুফ বিশ্বাস ও তার এক সহযোগীর বিরুদ্ধে যশোর ডিবি পুলিশের এসআই শেখ আবু হাসান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।