Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আলমডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা

এখন সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর , ২০২৫, ০৬:০৫:০৮ পিএম

 

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করা হয়েছে। 

সোমবার বেলা ১১টায় অস্থায়ী কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার সিরাজুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তফসিল ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১১ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১৩ আগস্ট আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৪ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৫ আগস্ট মনোনয়নপত্র বিতরণ, ১৯ আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তি এবং ২০ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। প্রতীক বরাদ্দ হবে ২১ আগস্ট। ৩০ আগস্ট সকাল ৮ টা ৩০ মিনিট  থেকে দুপুর ১টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে নির্বাচনী আচরণবিধিও নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)