অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে রোটারী ক্লাব অব নওয়াপাড়ার সাধারণ সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। রোববার রাতে উপজেলার একতারপুর গ্রামের পুর্বপাড়ায় খানবাড়ি মিলনায়তনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এর আগে একতারপুর নুরানী হাফেজিয়া মাদ্রাসায় ক্লাবের প্রকল্প চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী জিল্লুর রহমান খানের উপস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়।
রোটারী ক্লাব অব নওয়াপাড়ার প্রেসিডেন্ড তৌহিদুর রহমান লিপ্টনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফরাজী মতিয়ার রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রোটারিয়ান আব্দুল আজিজ সরদার, রোটারিয়ান পিপি ডাক্তার জুলফিকার আহমেদ, পিপি রোটারিয়ান শাহ্ জালাল হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি সভাপতি এস এম মুজিবর রহমান, নওয়াপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল হোসেন বিশ্বাস, রোটারিয়ান পিপি নুর আলম পাটোয়ারী বাবু, রোটারিয়ান পিপি দীপক কুমার সাহা, রোটারিয়ান পিপি বি এম আব্দুস সালাম।
এ সময় আরো বক্তব্য রাখেন- রোটারিয়ান পিপি আব্দুল্লাহ্ আল মামুন, রোটারিয়ান শাহরিয়ার হোসেন, ক্লাব সহ-সভাপতি রোটারিয়ান ডাক্তার ইমাম মেহেদী মাসুদ, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান রনেশ কান্তি মন্ডল, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ শাহিন রেজা, রোটারিয়ান কায়সার আহমেদ, রোটারিয়ান এটিএম তরিকুল ইসলাম মিলন, রোটারিয়ান জাহাঙ্গীর হোসেন প্রমুখ।